1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে গোপালপুরে হিন্দুদের বিক্ষোভ মিছিল 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

“হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই, ভারতের অপপ্রচার মানি না, মানবো না” শ্লোগানে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।

সোমবার সকাল ১১টায়, বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার কালিমন্দির থেকে শুরু হয়। এরপর হেমনগর ডিগ্রী কলেজ হয়ে পুনরায় বাজার কালিমন্দিরে শেষ হয়। ২শতাধিক হিন্দু নারী পুরুষ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, ভোলারপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষিকা সুরভী রানী সূত্রধর বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করার জন্য আজ এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে হিন্দু-মুসলিম শান্তিতে সহাবস্থান করতেছি। বিশেষ উদ্দেশ্যে হাসিলের জন্য একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমরা শাঁখা সিঁদুর পরে রাস্তায় নিয়মিত বের হই, কেউ বাধা দিচ্ছে না। ভারতের ষ্টুডিওতে বসে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রচার না করে, বাংলাদেশে এসে দেখে তারপর সংবাদ প্রচার করুন।

হেমচন্দ্র চৌধুরীর জমিদারবাড়ির উত্তরসূরী খোকন চক্রবর্তী বলেন, ভারতে আমার ৪বোনসহ আত্মীয়রা আমাদের খোঁজ নিতে বারবার ফোন দেয়। আমি বলেছি তোমাদের চাইতে আমরা এখানে ভালো। ভারতীয় মিডিয়া উস্কানি দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। ভারতকে আমরা বলবো এসব বন্ধ করুন। আগে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু আমাদেরকে আপন ভাইয়ের মতো বিভিন্ন সহযোগিতা করতো। সুলতান সালাউদ্দিন টুকু পূজা, কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে এসে দাঁড়ায়। হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমার স্ত্রী ও ৪মেয়ে রাস্তায় সানন্দে চলাচল করছে। এসব সংবাদের কোন সত্যতা নেই।

হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্র পাত্র বলেন, ভারতীয় মিডিয়ারা এদেশে সাম্প্রতিক দাঙ্গা হচ্ছে, মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারে না, হিন্দুদের নিগৃহীত করছে এমন অপপ্রচার মিডিয়াতে তারা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি অত্যন্ত সহমর্মিতার মাধ্যমে। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা শ্রম, আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সকল অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।

এব্যাপারে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি হিন্দুরা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে আজ মিছিল করেছে। দলীয় নির্দেশনা ও সুলতান সালাউদ্দিন টুকু তত্ত্বাবধানে আমি সার্বক্ষণিক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা দিয়েছি। সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় মিডিয়ার উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।

 

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি