মো: শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি: গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলেক্ষ্য শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হলো। উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে (বজ্র কণ্ঠ) সকাল ৯:৩০ ঘটিকায় বর্নাঢ্য
শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এ বছরের প্রতিবদ্ধ “নারী কন্যার সুরক্ষাকরি সহংসতামুক্ত বিশ্বগড়ি”। পরে সকাল ১০ টায় বজ্রকণ্ঠ রুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আগত অতিথি বৃন্দ বেগম রোকেয়া ও জয়িতা সম্পর্কে আলোচনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষিবিধ ও কৃষি অফিসার রাকিবুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলা, উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, পল্লীবিদ্যাতের ডিজিএম রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠান সঞ্চলনা করেন টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী। শ্রেষ্ঠ জায়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের ক্রেষ্ট, চাদর ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলার পাটগাতী বাজারের জয়িতা কাকলী রায় কে, উপজেলার টুঙ্গিপাড়ার হোসনেরা পারভীনকে উপজেলার ভৈরব নগরে সুন্দরী কুমারীকে। টুঙ্গিপাড়া উপজেলার ৬টি কিশোর-কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রীদের সংগীত ও আবৃত্তি বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার করেন।