আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয় নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিটঘর বাজারে বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্বা মোঃ কেনান মিয়া, বিটঘর মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ গোলাম হোসেন, মুক্তিযোদ্বা শহিদুল ইসলাম শানু, মুক্তিযোদ্বা হাবিব সুরকার,মুক্তিযোদ্বা গোলাম আজম, মুক্তিযোদ্বা ফিরুজ মাস্টার, সাবেক পুলিশ কর্মকতা ও সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির।এসময় একাধিক মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১০ শতক জায়গা মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেন। পরবর্তীতে কতিপয় ব্যাক্তি মুক্তিযোদ্ধাদের ২ শতক যায়গা দখল করে দোকান নির্মাণ করলে আমাদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করলেও তারা কর্ণপাত না করায় প্রশাসনের লোকজন এসে বাধা প্রধান করেন। বাধাকে উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুর্ণরায় দোকান নির্মাণ করে। এসময় তারা আরো বলেন, রহমত উল্লাহ, করিমউল্লাহ, ফোরকান আহমেদ, সেলিম মিয়া, মোঃ মনির হোসেন সরকার এদের নেতৃত্বে গত ৫ আগস্ট সরকার পতনের পর মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ের পাশে আওয়ামী লীগ অফিস থাকায় বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করেন। কার্যালয়টি নিজস্ব অর্থায়নে পুনঃনির্মাণ করতে গেলে তারা চাদা দাবি সহ বাধা প্রদান করেন। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে বিটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জানান, আমার বিষয়ে আনিত অভিযোগটি সত্যি নয়। আমি আমার পৈত্রিক যায়গায় দোকান নির্মাণ করেছি।