জয়পুরহাট প্রতিনিধি:কালাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটিকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পাঁচ গ্রাম বাজারে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,সাবেক সদস্য জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আব্বাস আলী, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দুলাল হোসেন, যুগ্ম আহবায়ক রতন চৌধুরী,মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান জামান রুমি সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ,যুবদল,সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।