জাতীয় দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার দেড় দশকের শাসনকালে ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণ এবং পরবর্তীতে ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে রাষ্ট্র প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয় করেছে। নতুনত্বের সুযোগ নিয়ে প্রকল্পের নামে বিপুল অর্থ লোপাট করা হয়েছে।
শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে আইসিটি খাতকে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টের পর আইসিটি বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে। ইতিমধ্যে সেই কমিটি প্রতিবেদনও প্রস্তুত করেছে। আগামী রোববার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। আমরা দেখেছি, কীভাবে পাঁচ টাকার কাজ ২০ টাকা দিয়ে করা হয়েছে।
এমনকি খালের মধ্যে ইনকিউবেশন সেন্টার করা হয়েছে। একেবারে লুটপাট বলতে যা বোঝায়, সেটাই হয়েছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর সব প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এই রিপোর্টের পর উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কিছু কাজ শুরু করা হবে। আর অনেকগুলো কাজ বন্ধ করে দেওয়া হবে।’