তোফায়েল আহমেদ,গাজীপুর মহানগর প্রতিনিধি: খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘১ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। দিনটি উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে পালন করছেন খ্রিস্ট ধর্মের মানুষ আনন্দোৎসবের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছেন।
টঙ্গীর পাগাড় ঝিনুক মার্কেট গির্জায় ইতোমধ্যে বাহারি সাজে সেজেছে সব জায়গায়। ঝলমলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে গির্জার ভিতর। শিশুদের জন্যে বড় দিনেরঋ দিনটিকে উপভোগ্য করে তুলতে প্রায় সব ধরনের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এ সময় পরিদর্শনে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নাজমুল করিম খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পাগাড় গির্জার পাল পুরোহিত ফাদার জ্যোতি ফ্রান্সিস কস্তা। উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ” ও দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মি. আগষ্টিন
পিউরিফিকেশন। গির্জার পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সেবাস্টিন পিউরিফিকেশন, টনেস গনেজ,রোপন পিউরিফিকেশন,অমল রোজারিও বাবুল রোজারিও, সানি পিউরিফিকেশন প্রমুখ।
বড় দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়:
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব আগামীর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো. নাজমুল হোসেন মন্ডল যিশু খ্রিস্টের বড় দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল দুপুরে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট খ্রিস্টান পাড়া এলাকার গির্জা গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ।
গির্জার মূল ফটকের সামনে নেতাকর্মীদের
সঙ্গে নিয়ে দুই লাইনে ফুল হাতে দাঁড়িয়ে গির্জা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সাথে কথা বলেন ও সার্বিক খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব মো. নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা ও সমাজ সেবক সৈয়দ রয়েল হায়দার, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলামগীর পাঠান, সাধারণ সম্পাদক মোমেন ফরিক,৪৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলী হোসেন, শ্যামল, শাহিন,নূর উদ্দিন, জসিম, ফাইজুল, সোহাগ, ওবাইদুল, খালেদ, জহির, মিলন প্রমুখ।
এ সময় যুবদল নেতা ও কাউন্সিলর পদ প্রার্থী নাজমুল হোসেন মন্ডল বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে।সমাজের সকলে শ্রেণী পেশার মানুষের সুখ ও শান্তি বজায় রাখতে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাবো। ইনশাআল্লাহ।