মেহেদী হাসান মামুন, যশোর।মাইকেল মধুসূদন দত্ত এর ২০১তম জন্মবার্ষিকী উদযাপনে প্রতি বছরের মত এবারও জেলা প্রশাসন, যশোর আয়োজন করতে চলেছে “মধুমেলা ২০২৫”।
মেলা শুরু হবে ২৪ জানুয়ারি ২০২৫ এবং শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে। ৭ দিন চলবে এ মেলা। মেলা অনুষ্ঠিত হবে মহাকবি মাইকেল মধুসূদন এর গ্রামের বাড়ি সাগরদাঁড়ি, কেশবপুর, যশোর।
প্রতি বছর জেলা প্রশাসন, যশোর যাক জমক করে এই মেলার আয়োজন করে থাকে। যশোরের মানুষের কাছে মধুমেলা মানে একটা উৎসব ঘন পরিবেশ।