1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে রাস্তা কেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ; প্রতিবাদে মানববন্ধন

মো:রাসেল হাওলাদার, ইন্দুরকানী (পিরোজপুর) থেকে:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

মো:রাসেল হাওলাদার, ইন্দুরকানী (পিরোজপুর) থেকে: পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাকেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এক আ’লীগ নেতা, জানা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল করিম জোর করে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারগুলো ওই আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন, মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম,মো:আল-আমীন সিকদার, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর, নুরুল ইসলাম শেখ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,আমি প্রায় ৪০ বছর ধরে এই রাস্তাটি দিয়ে লোকজনকে চলাচল করতে দেখছি, কিন্তু বিগত সরকারদলীয় নেতা আব্দুল করিম নিজের প্রভাব খাটিয়ে রাস্তাটির একটি অংশ দাবি করে তা বন্ধ করে দেন।

ভুক্তভোগী আঃ রশিদ সেখ জানান, আমাদের বাপ-দাদার আমল থেকে এই রাস্তা আমাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু করিম মিয়া জোর করে এটি বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কোনো ব্যক্তি অসুস্থ হলে ডাক্তারখানায় নিতে সমস্যা হয়, কেউ মারা গেলে তাকে জানাজা পড়াতেও সমস্যা হয়।

স্থানীয় বাসিন্দা আমজেদ আলী শেখ বলেন, গত বর্ষার সময় আমাদের বাড়ির এক লোক মারা গেলে জানাজায় ইমাম আনতে কলাগাছের ভেলা বানিয়ে যেতে হয়েছিল,করিম মিয়ার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।
আরেক ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, এটি শত বছরের পুরনো রাস্তা, করিম মিয়া দলীয় প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন, আমরা চাই, এই রাস্তা পুণঃনির্মাণ করা হোক, তাই আমরা সবাই মিলে মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি জানিয়েছি।
অভিযুক্ত করিম মিয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি