জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও হত্যাচেষ্টাকারী আওয়ামীপন্থি সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরের উপজেলার দুরমুট ইউনিয়নের ফুলতলা দেওয়ানগঞ্জ জামালপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান,ঢাকা বার কাউন্সিল সদস্য এডভোকেট নাসরিন সুলতানা শিখা উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের সহ, মামলার সুষ্ঠু বিচার নিশিত করতে প্রশাসনের সহায়তা কামনা করনেন তারা।
মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, দূরমুট ইউনিয়নের সরুলিয়া গ্রামের বার কাউন্সিল সদস্য নাসরিন সুলতানা শিখার জমি মো: ওয়াহাদুজ্জামান ওয়াজ কুরুনি জোরপূর্বক দলখ করে রেখেছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। নিরহ মানুষের জমি জোরপূর্বক দলখ করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যু সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। ওয়াজ কুরুনীর গংদের হাত থেকে নিরহ মানুষের মুক্তির দাবি তাদের।