বিলাইছড়ি (রাঙ্গামাটি) থেকে সুজন কুমার তঞ্চঙ্গ্যা: অন্তর্ভূক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়ন প্রকল্প ” মেয়ে ও নারী শিক্ষার গুরুত্ব ও মূল্য এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ” লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ শিখন ক্ষেত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর আয়োজন উপজেলা কনফারেন্স রুমে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা ও প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা।
কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজ,উচ্চ বিদ্যালয় ও প্রা: বিদ্যালয়ের শিক্ষক। প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং কমিটির সদস্য।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও বেশি গুরুত্ব দেওয়া। তাদের ক্লাসে এবং স্কুলে আসা- যাওয়ায় উত্যক্ত, ব্লাকমেইল, যৌন হয়রানি,ইভটিজিং থেকে বিরত থাকা এবং নিরাপত্তা দেওয়া, অনগ্রসরকে সামনে নিয়ে আসাসহ তাদের অধিকার নিশ্চিত বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
মূলত: ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প – যা আগামী ২০২৯ সাল পর্যন্ত চলমান থাকবে।