নাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আত্মহত্যা কারীনির নাম জলি খাতুন (২৩)। জলি খাতুন কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জহুরুল মিয়ার স্ত্রী। তাকে ঝুলন্ত লাশ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। জানা গেছে তাঁদের বৈবহিক সংসার জীবনে মাসুরা নামের ৩ বছরের একটি কন্যা সন্তান আছে । জলি খাতুনের শাশুরি ঝর্না আক্তার বলেন, গত রাতে জলি খাতুন আমাকে জানায় তার শারিরীক অবস্থা ভালো না আমাকে সেহেরিতে ডাকাতে নিষেধ করে তাই আমি সেহরিতে ডাকি নাই।
তারপর সকাল ৮টার দিকে আমি তাকে ডাকডাকি করি কিন্ত কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ডাকতে গিয়ে উঁকি দেই তখন দেখি ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখে আমি চিৎকার শুরু করলে আশেপাশের৷ পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসে। তাঁরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তারপর কালুখালী থানায় জানাই। তার কিছুখন পুলিশ ঘটনা স্হলে উপস্থিত হয়। এ বিষয়ে কালুখালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় ভিকটিম ও গলায় ফাঁস নেওয়া জলি খাতুনের লাশ উদ্ধার করে। এবং ফাঁস নেওয়ার আলামত জব্দ করা হয়। উক্ত আত্মহত্যার বিষয় টি তদন্তাধীন আছে।