1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ধর্ষকের বিচারের দাবিতে রামপুরা থানা নাগরিক পার্টির মানববন্ধন

ফুয়াদ নওশাদ ইয়ামিন, রামপুরা থানা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ফিযাদ নওশাদ ইয়ামিন,রামপুরা থানা প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে দেশের সচেতন জনগণ আজ ক্ষুব্ধ। সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, কিন্তু অপরাধীদের শাস্তির হার সেই তুলনায় অত্যন্ত কম। বিচারের দীর্ঘসূত্রিতা এবং আইনের দুর্বল প্রয়োগের ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ভয়ংকর বার্তা দিচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুততম সময়ে শাস্তির দাবিতে রামপুরা থানা নাগরিক পার্টির (NCP) উদ্যোগে আজ বিকাল ৩:৩০ মিনিটে রামপুরা ব্রিজে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে রামপুরার সাধারণ জনগণের পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও, জুলাই-আগস্ট অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতারা সংহতি প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, দেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করা না গেলে ধর্ষণের ঘটনা বন্ধ করা সম্ভব নয়। অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ধর্ষণকে সমাজ থেকে নির্মূল করা যায়।

মানববন্ধনের বক্তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, ধর্ষণের শিকার নারীদের ন্যায়বিচার পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অনেক সময় বিচার পাওয়াই কঠিন হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সমাজের সকল স্তর থেকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ধর্ষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া যায়।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই মানববন্ধন বিকাল সাড়ে চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে অংশগ্রহণকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন, এই আন্দোলন এক দিনের জন্য নয়। ধর্ষণের বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকবেন এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে যাবেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি