রাত পোহালেই মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ তম বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ক্যাম্পাস।
সূর্য ঢলে পড়ার পর সন্ধ্যা নামার সাথে সাথেই ক্যাম্পাসে জ্বলে উঠে লাল-সবুজ আলো। আলোকসজ্জায় রঙিন ক্যাম্পাস যেন পরিণত হয়েছে একখণ্ড লাল-সবুজের পতাকায়। আলোরও আছে নিজের ভাষা। সে ভাষায় লাল সবুজ মানেই প্রিয় বাংলাদেশ।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর,প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, উপাচার্যের বাংলোসহ বিভিন্ন স্থানে লাল, সবুজ বাহারি রঙের মরিচাবাতি দিয়ে সাজানো হয়েছে।
বিভিন্ন রঙের আলোকসজ্জা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন নৈসর্গিক সৌন্দর্যে অভিভূত শিক্ষার্থীরা।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণা নাথ বলেন মহান বিজয় দিবস মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অটুট ও অক্ষুন্ন রাখতে আবার নতুন করে শপথ নেয়ার দিন। শোষণ ও বৈষম্যের কাছে মাথা নত না করার দিন। বছরের এই দিনটির অপেক্ষায় আমরা থাকি। ক্যাম্পাস প্রাঙ্গনে আলোকসজ্জা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি বিজয়ের উল্লাসকে অনেকটাই প্রাণোচ্ছল করেছে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান চৌধুরী বলেন, আলোর প্রদীপের মতোই আলোকিত হয়ে উঠুক ১৬ কোটি মানুষের প্রত্যাশা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
এছাড়া জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সকাল ১০:৪০এ র্যালি এবং শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ১১:১০ এ বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হবে।