বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা এলাকায় বিএনপি কর্তৃক জামাত-শিবির কর্মীদের ওপর হামলা,বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
সোমবার (৩১ মার্চ) বাদ মাগরিব ইসলামী ফাউন্ডেশনের সাবেক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।
এই সংবাদ সম্মেলনে উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী অভিযোগ করেন, বাউসা ইউনিয়ন পরিষদে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে জামাত ২০ মার্চ মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে বিএনপির ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়।
এই ঘটনায় জামাতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ২৩ মার্চ বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে ৩০ মার্চ বিএনপি নেতা রেজাউল করিমের ভাতিজা আরাফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহম্মেদকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
Notifications