গাজীপুর প্রতিনিধি :রাকিবুল হাসান আকন্দ
গাজীপুরের শ্রীপুরে কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিংয়ের ওপর পক্ষকালব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) প্রকল্পের আওতায় উপজেলার সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে ৯ম ব্যাচের প্রশিক্ষণার্থীদেরকে কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় সনদ প্রদান করেন উপজেলা সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজী।
সহকারী প্রোগ্রামার জানান, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিংয়ের ওপর এটি ৯ম ব্যাচ। উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা সহ বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত শিক্ষকেরা এ প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন। প্রতি ব্যাচে ২৪ জন অংশগ্রহণকারী থাকেন। ৯ম ব্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ী ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক রাজিয়া সুলতানা, দ্বিতীয় হয়েছেন আলহাজ¦ নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন এইচ এ কে একাডেমীর শিক্ষক মো. সাইদুল ইসলাম।
তিনি আরও জানান, ওই প্রকল্পের আওতায় আরও কোর্স অনুষ্ঠিত হবে। একইদিন দুপুরে কম্পিউটারের ওপর ৫৭তম বেসিক কোর্সেরও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এসব কোর্সের ওপর প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।
প্রশিক্ষক ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক মো. আবু বাক্কার ছিদ্দিক আকন্দের সঞ্চালনায় কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমীন, প্রশিক্ষক ও আব্দুল আউয়াল কলেজের প্রভাষক মো. হাবিবুর রহমান। কোর্সে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহীদুল্লাহ, ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোছা. সাদিয়া আক্তার, গাড়ারন সাগরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শামসুল আলম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমীন প্রশিক্ষণলব্ধ জ্ঞান সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান। উন্নত শিক্ষিত জাতি গঠনে শিক্ষকতায় জড়িত সকলকে প্রযুক্তিগত জ্ঞানের সকল শাখায় যুক্ত হওয়ারও পরার্মশ দেন তিনি।