আঃ রহিম, পাইকগাছা-কয়রা প্রতিনিধি
পাইকগাছায় পরিবহন কাউন্টার চত্বরে শ্রমিকদের সাথে আইন শৃখংলা বিষয়ে মতবিনিময় করেছেন থানা ওসি এজাজ শফি।
জানা গেছে পাইকগাছায় এই প্রথমবারের মত কোন ঢাকাগামী পরিবহনে ডাকাতি হয়েছে। যা এর আগে কখনও হয়নি। আর পরবর্তিতে এই ধরনের কাজ যাতে না হয় সে জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। পরিবহন সমিতি এবং এবং ড্রাইভার, এবং হেলপার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং পরিবহন গুলো পাইকগাছা সীমানায় ঢুকলে থানা পুলিশকে ইনফর্ম করলে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিবে যাতে এ ধরনের ডাকাতি যেন ভবিষ্যতে না ঘটতে পারে।
থানার ওসি এজাজ শফী মতনিনিময় সভায় সকল শ্রমিকদের তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন। ঢাকা থেকে পাইকগাছা ছেড়ে আসা পরিবহন এবং পাইকগাছা প্রবেশের আগেই পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল উপস্থিত থাকবেন বলে প্রধান অতিথি হিসেবে এ সকল আশ্বাস দেন।একই সাথে সকল চালক ও হেলপারদের ডোপ টেষ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য সম্প্রতি কিংফিশার ট্রাভেল এর একটি পরিবহনে ডাকাতির ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়।
৭ views