শ্রীপুর প্রতিনিধিঃ রাকিব হাসান আকন্দ
গাজীপুরের শ্রীপুরে একটি অনলাইন পত্রিকার সম্পাদককে বাড়ি থেকে অপহরণ ও আড়াই ঘন্টা পর নেতৃস্থানীয়দের মাধ্যমে উদ্ধারের অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের সদরুল আইন আশিক নামে ওই ব্যাক্তি দৈনিক “গাজীপুর জার্নাল” নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক। শনিবার রাত সাড়ে আটটায় অপহরণের আড়াই ঘন্টা পর উদ্ধার করা হয়।
অপহরণের শিকার সাংবাদিক সদরুল আইনের স্ত্রী আছমা আফরোজ জানান, বৈরাগীরচালা গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে সবুর খান, মৃত আব্দুল ওয়াহাব আলী শেখের ছেলে মোছলেম উদ্দিন বাবুলকে অভিযুক্ত করে রোববার বিকেলে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ ও অপহরণের শিকার ব্যাক্তির পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্তরা ঘটনার সময় প্রশাসনের লোক পরিচয়ে বাড়ি থেকে ডেকে বরে করে। পরে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। তারা মাধখলা এলাকার একটি জঙ্গলের ভেতর নিয়ে মারপিট করে পত্রিকায় লেখালেখি থেকে বিরত থাকতে বলে। পরে নেতৃস্থানীয় কয়েকজন লোকের মাধ্যমে তাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত সদরুল আইন আশিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।