চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডি ইউনিয়নের হিলিচিয়া এলাকায় কাজী এবায়দুল্লাহ শাহ (রা.) সুন্নিয়া হেফজখানা, এতিমখানা ও নূরানী মাদরাসার উদ্বোধন করা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে মাদরাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস.এম শহীদুল্লাহ (রনি) অতিথি থেকে এর উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা।
কাজী এবাদুল্লাহ শাহ্ (রঃ) তৈয়্যবীয়া সুন্নিয়া মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আহমদ হোসেন আনুষ্ঠানে সভাপতিত্বে ও মোহাম্মদ সুমন উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদ, মানবাধিকার ফোরাম পটিয়ার সভাপতি ওসমান গণী, মো নুরুল ইসলাম, জি এম মাহবুব হোসেন, আব্দুল মোনাফ সওদাগর, আহমদ নবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা বলেন, ইসলামের প্রচার প্রসারে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনন্য। ইসলামের কেদমতে যত দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইসলামের জ্ঞান প্রসার ততোই বাড়বে।
উদ্বোধক এস.এম শহীদুল্লাহ রনি বলেন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানের বাগান। এখান থেকে শিক্ষা নিয়ে সারা বিশে^ শিক্ষার্থীরা একদিন আলো ছড়াবে।
অনুষ্ঠান শেষে এতিমখানা কতৃপক্ষকে প্রধান অতিথি ও উদ্বোধকের পক্ষ থেকে রান্না ও খাবাবের জন্য নানা সামগ্রী প্রদান করা হয়।