খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি ঃ
আবু সিদ্দিক ভূইয়া নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক অসহায় হুমায়ুন কবির শিকদারের বশত বাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। ঘটনাটি ঘটেছে পলাশ উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামে। মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই গ্রামের মো: মনিরুজ্জাম তার ছেলে মো: হুমায়ুন কবির শিকদারকে পলাশ মৌজায় খতিয়ান নং-আর.এস১২১৪ দাগ নং আর.এস-০২ মোট ৫ শতাংশ ভূমি গত ২৩/০৯/১৯৮৯ইং তারিখে হেবা ঘোষণা দলিল লিখে দেয়। যাহার দলিল নং-২৬৫৫। পরবর্তীতে হুমায়ুন কবির শিকদার উল্লেখিত ভূমি তার নিজ নামে নামজারী জমাভাগ করে সরকারী খাজনাদী পরিশোধ করে এতে একতলা দালান নির্মান করে ভোগদখল করে আসছে। ইতিমধ্যে এলাকার প্রভাবশালী ব্যক্তি একই উপজেলার পলাশ বাজারের বাসিন্দা মৃত: জবেদ আলী ভূইয়ার পুত্র আবু ছিদ্দিক ভূইয়ার এই বাড়ির উপর লোলপ দৃষ্টি পড়ে। সে বাড়িটি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়। গত ১৪/১১/২০ইং তারিখে রোজ শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে আবু ছিদ্দিক ভূইয়া তার দলবল নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্পূর্ণ বে-আইনীভাবে মো: হুমায়ুন কবির শিকদারের বাড়িতে প্রবেশ করে প্রথমে দেওয়াল ভেংগে ফেলে এবং পরবর্তীতে একতলা ভবনের ছাদ কেটে ফেলে দিয়ে বাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এ সময় হুমায়ুন কবির শিকদারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে আবু ছিদ্দিক তার দলবল নিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় আবু ছিদ্দিক ভূইয়া হুমায়ুন কবির শিকদারকে এই বলে হুমকি দিয়ে যায় সময় সুযোগ পেলে সে এই বাড়িটি দখল করে নিবে। কেউ এতে বাঁধা দিতে এলে তাকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। এব্যাপারে হুমায়ুন কবির শিকদার বাদী হয়ে গত ১৭/১১/২০ইং তারিখে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৮২১/২০ইং। বর্তমানে আবু ছিদ্দিকের ভয়ে হুমায়ুন কবির শিকদার ও তার পরিবারের লোকেরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এবং জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অসহায় হুমায়ুন কবির শিকদার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।