গাজীপুর প্রতিনিধি :রাকিব হাসান আকন্দ
বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছেন এবং তা অর্জন করেছেন। পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো আর কোনো রাষ্ট্রনায়কই এককভাবে স্বাধীনতার স্বপ্ন দেখে তা অর্জন করতে পারেন নি। বঙ্গবন্ধু শেখ মুজিব কেবল একটি দেশের রাষ্ট্রপ্রধান নয়, তিনি এমন একজন বিপ্লবী নেতা, যিনি স্বপ্ন দেখেছেন, সারা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, উদ্ধুদ্ধ করেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন।
বৃহষ্পতিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল, এমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মখলেসুর রহমান, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামছুদ্দিন, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মো. তাইবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জী, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এ অনুষ্ঠানে সর্বস্তরের গণ্যমান্য অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।