ভোলা প্রতিনিধি ঃ জমি নিয়ে বিরোধের জের ধরে ভোলার লালমোহনে দু’পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ওই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- নিহতের ছেলে শাহে আলম, পুত্রবধূ মমতাজসহ আরও দু’জন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ইউসুফ আলী তার বাড়ির পাশের জমিতে বেড়া দেন।
এ সময় তার প্রতিপক্ষ আজাহার গংরা বেড়া দিতে বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে।
এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ ইউসুফ আলী নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Notifications