রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
BNCC কাজকে গতিশীল করতে ডাটাবেইজ উদ্বোধন
সুমন হোসেন যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বিএনসিসি) কাজকে আরো গতিশীল করতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেইজ ও ডাটাবেজের উদ্বোধন করা হয়েছে । বুধবার মন্ত্রনালয়ের কনফারেন্স রুমে বিএনসিসির ওয়বসাইটের ও ডাটাবেজ উদ্বোধন করা হয়।ওয়েবসাইটটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা রনি মোস্তোফা কামাল। এ সময় সচিব জানান তরুন প্রজন্মের ভেতর থেকে সঠিক নেতৃত্ব নিয়ে বের করে আনতে কাজ করে যাচ্ছে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, বিএনসিসি মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। তিনি জানান, বিএনসিসি কর্মকান্ডকে এগিয়ে নিতে সরকার স্থায়ী প্রশিক্ষন কেন্দ্র প্রসারন ও নানাবিধ কর্মকান্ড তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তারা। এই ওয়েবসাইটের ফলে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও সংস্থার সাথে বিএসিসির কার্যক্রম প্রচারের পাশাপাশি বিএসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ ও সামাজিক কর্মকান্ড সম্প্রচার করা হবে।বর্তমানে দেশে ৬৪ জেলাতেই এর কাজ চলছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.