সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার সকালে নারচী মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ মাঠে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলাম । মতবিনিময় সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের ভাতা রাজস্ব খাতে এবং সেই সাথে চিকিৎসা ভাতা প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যে সাহাদারা মান্নান এমপি বীর মুক্তিযোদ্ধাদের দাবী সরকারের নিকট তুলে ধরার আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বীরমুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে । বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধাদের কল্যানে যে কাজ করেছে অন্য কোন সরকার ক্ষমতায় থাকলে তা কোন দিনও বাস্তবায়ন হতনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা যাকেই দেয়া হবে বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহব্বান জানান । উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল,সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, একেএম সুরুজজ্জামান,লিয়াকত আলী,ইন্তেজার রহমান,জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বিপ্লব,বীরমুক্তিযোদ্ধা চাঁন ফরিদ, আব্দুল হান্নান,সোহরাব হোসেন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ।