মোঃ খায়রুল হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
রাজধানীর ডেমরা থেকে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। বুধবার দিবাগত রাত দেড়টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল ডেমরার সুকশী এলাকায় অবৈধ জুয়ার আস্তানা হতে নগদ ১৪ হাজার ২৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ১২ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাহাবুদ্দিন (৩২), মোঃ হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মোঃ মনির হোসেন জসিম (৩০), মোঃ হৃদয় (২৪), মোঃ আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মোঃ লিটন মিয়া (৩৫), মোঃ ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মোঃ জামাল মিয়া (৩০)।বৃহস্পতিবার (১০ জুন) র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ৫০ থেকে ৬০ জন লোক নিয়মিত অবৈধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণের জন্য সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]